জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তরুণদের এখন লক্ষ্য পার্লামেন্ট। আগামী নির্বাচন হবে তরুণদের নির্বাচন। তরুণরাই পার্লামেন্টে প্রবেশ করবে এবং তাদের ভয় দেখিয়ে কিছুই লাভ হবে না। যদি কেউ বাধা সৃষ্টি করে, তরুণরা রক্ত দিয়ে হলেও সেই বাধা অতিক্রম করবে।
আজ (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কালীবাড়ি প্রাঙ্গণে এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, "সাত মাসের মধ্যে মানুষ দেখেছে, কার পকেটে দুর্নীতির টাকা ঢুকেছে। টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান থাকবে না।"
এনসিপির শাহরাস্তি প্রতিনিধি মো. তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।