× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে ব্যবসা-প্রতিষ্ঠান ও দোকানে ভাঙচুর; জামায়াত আমিরের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (১৩ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ছাত্র, তরুণ ও যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনও ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকলে, আমরা মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাই। তিনি যেন আমাদের ক্ষমা করে দেন।

গাজীপুরে কর্মসূচিকে কেন্দ্র করে কিছু ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, “যে বা যারা এসব ঘটনায় জড়িত, তাদের কোনোভাবেই সমর্থন করা যায় না। অবশ্যই তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কর্মসূচির আয়োজকরা বারবার সবাইকে সতর্ক করেছেন, যেন কেউ কোনো অপকর্মে না জড়ায়। তবুও যারা এ কাজ করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, কর্মটি অবশ্যই মন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে দেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.