বাংলা
নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে দেশের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ
(১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’র প্রস্তুতিপর্ব পরিদর্শন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী
বলেন, আনন্দ শোভাযাত্রা আমাদের নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ। কিন্তু এর মাঝখানে আমদানিকৃত
‘মঙ্গল শোভাযাত্রা' কে প্রবেশ করিয়ে
দেওয়া হয়েছে।
তিনি
আরও বলেন, শিল্পীদের স্বাধীনতা ছাড়া শিল্পচর্চার বিকাশ সম্ভব নয়। কিন্তু দীর্ঘদিন ধরে একটি দলের সংস্কৃতিতে একচেটিয়া আধিপত্য থাকায় শিল্প-সংস্কৃতির চর্চায় স্বাধীনতা ব্যাহত হয়েছে।
আসন্ন
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। আমরা বারবার বলে আসছি, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
পরিদর্শন
শেষে চারুকলায় নববর্ষ উপলক্ষে তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ শিরোনামের শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।