× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মঙ্গল শোভাযাত্রা আমদানি করা হয়েছিল- রিজভী

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ২০:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে দেশের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ উপলক্ষে আয়োজিতআনন্দ শোভাযাত্রা প্রস্তুতিপর্ব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আনন্দ শোভাযাত্রা আমাদের নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ। কিন্তু এর মাঝখানে আমদানিকৃতমঙ্গল শোভাযাত্রা' কে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পীদের স্বাধীনতা ছাড়া শিল্পচর্চার বিকাশ সম্ভব নয়। কিন্তু দীর্ঘদিন ধরে একটি দলের সংস্কৃতিতে একচেটিয়া আধিপত্য থাকায় শিল্প-সংস্কৃতির চর্চায় স্বাধীনতা ব্যাহত হয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। আমরা বারবার বলে আসছি, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

পরিদর্শন শেষে চারুকলায় নববর্ষ উপলক্ষে তৈরিফ্যাসিবাদের মুখাকৃতিশিরোনামের শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.