× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-বাংলাদেশে সম্পর্ক মুখোমুখি দাঁড়াক তেমন প্রত্যাশা করি না- সারজিস

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ২১:০৬ পিএম

ছবি; সংগৃহীত।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, যদি কেউ অনৈতিক বা অযৌক্তিকভাবে আমাদের কোনো সুবিধা থেকে বঞ্চিত করে, বাংলাদেশ অবশ্যই বিকল্প পথ খুঁজে নেবে। আজকের এই গ্লোবাল দুনিয়ায় বিকল্পের কোনো ঘাটতি নেই।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মাশরুম মুক্তা চাষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশ ভারত দুটি প্রতিবেশী দেশ। আমরা চাই না, সম্পর্ক কখনো মুখোমুখি অবস্থানে পৌঁছাক। তবে ভারতের আচরণ মনোভাবই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভারতের উচিত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে সম্মান দেখিয়ে আচরণ করা।

তিনি আরও বলেন, কেবল ভারত নয়, বিশ্বের যেকোনো দেশ যদি আমাদের বাণিজ্যিক সুযোগ-সুবিধা বা অধিকার সংকুচিত করার চেষ্টা করে, তাহলে আমরা মনে করি, সমগ্র বিশ্ব আমাদের জন্য উন্মুক্ত। আমরা চাই ভারত একটি রাজনৈতিক দলের নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আচরণ করুক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বাণিজ্যচুক্তিগুলো রক্ষা করুক।

সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক বেসরকারি টেলিভিশন আলোচনায় মন্তব্য করেন, সারজিস আলমের প্রধানমন্ত্রী হওয়া উচিত।  প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস বলেন, “এটি দুদু ভাইয়ের ব্যক্তিগত মত হতে পারে, বিএনপির দলীয় মত নয়। এবং আমরা এমন প্রত্যাশাও করি না।

তিনি আরও বলেন, রাজনীতিতে তাঁরা আমাদের সিনিয়র। আমরা চাই, তাঁদের কাছ থেকে শিখে সামনের দিকে এগোতে। কিন্তু রাজনীতিতে যদি তারা বয়সে অনুজদের ছোট করে দেখার কালচার আবারও ফিরিয়ে আনেন, তা হবে দুঃখজনক। যেমনটা আমরা অতীতে দেখেছিশেখ হাসিনা, . ইউনূস কিংবা খালেদা জিয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে রাজনীতিতে সৌহার্দ্য নষ্ট করা হয়েছে। আমরা চাই না সেই সংস্কৃতি ফিরে আসুক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.