× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি'র বৈঠক চলছে

ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাতে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ (১৬ এপ্রিল) ঠিক দুপুর ১২টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বৈঠকে বিএনপি নেতারা জানতে চাইবেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে এবং সরকার বা প্রধান উপদেষ্টা কবে নাগাদ একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। বৈঠক থেকে সন্তোষজনক আশ্বাস না পেলে বিএনপি যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর সঙ্গে নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিতে পারে।

এর আগে মঙ্গলবার রাতেই বিএনপির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করা হয় এবং নির্বাচনের নির্দিষ্ট সময় কাঠামো নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার ওপর জোর দেওয়া হয়।

বিএনপি নেতারা মনে করছেন, সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইসঙ্গে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। বিশেষ করে এখনো সংসদীয় আসনবিন্যাসের বিষয়টি চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন (ইসি) আসন পুনর্বিন্যাসের একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠালেও তা এখনও আলোর মুখ দেখেনি।

বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রশাসনের সর্বস্তরে এখনো বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছেন। যেসব কর্মকর্তা অতীতে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন, তাদের পুনর্বহালের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এসব বিষয় নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.