ছবিঃ সংগৃহীত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘদিনের মতপার্থক্য ভুলে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। এসব দল মনে করছে, ইসলামপন্থীদের ভোট একত্রিত রেখে নির্বাচনে অংশগ্রহণ করাই এখন সময়ের দাবি।
জামায়াতে
ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, ইসলামী ঘরানার ভোট যাতে বিভক্ত না হয়, সে
লক্ষ্যে নীতিগত ঐক্য হয়েছে। তিনি বলেন, ইসলামপন্থীদের সব ভোট এক
বাক্সে রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে দলগুলো একটি যৌথ উদ্যোগে আগাচ্ছে। যদিও তিনি মনে করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত রোডম্যাপ এবং নির্বাচনের তারিখ ঘোষণা না হলে এই
জোট গঠন খুব একটা কার্যকর হবে না।
জামায়াতের
সঙ্গে জোট গঠনে ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে
ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দীর্ঘদিন ধরেই তারা ইসলামী দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতার ভিত্তিতে একটি প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবছেন। এখন পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক হয়েছে এবং তিনি জোট গঠনের বিষয়ে আশাবাদী।
অন্যদিকে,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, দলীয় ফোরামে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। সেইসঙ্গে অন্য ইসলামী দলগুলোর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক অব্যাহত রয়েছে। একই রকম আশাবাদ ব্যক্ত করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল
কাদেরও। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর জন্য একটি অভিন্ন ভোটব্যাংকের চিন্তা মাথায় রেখেই তারা এগিয়ে চলেছেন।
যদিও
এখনই কোনো আনুষ্ঠানিক জোট গঠনের তারিখ নির্ধারিত হয়নি। দলগুলোর নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনের ঘোষণার পরই জোট গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। কারণ, নির্বাচন নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে না গিয়ে তারা
একটি সুসংগঠিত ও কার্যকরী ঐক্য
গড়ে তুলতে চান।
এদিকে
জামায়াত ছাড়া অন্যান্য ইসলামী দলগুলো বিএনপির সঙ্গেও বৈঠকে বসেছে। তবে নেতারা জানিয়েছেন, এসব বৈঠক ছিল নির্বাচনী জোট নয়, বরং দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে
মতবিনিময়ের লক্ষ্যেই। ইসলামী আন্দোলনের মহাসচিব জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের আমিরের একটি বৈঠক হয়েছে, যেখানে রাষ্ট্রীয় দিকনির্দেশনা ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে
আলোচনা হয়েছে। জমিয়তের মহাসচিবও জানান, তারা বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা জানতে চেয়েছেন। খেলাফত মজলিসের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা শুধু ইসলামী নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন। তাদের মূল লক্ষ্য একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা।
সবশেষে
দলগুলোর পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে—যে রাজনৈতিক বাস্তবতায়
আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’ শাসনের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ
হতে হবে। ইসলামী দলগুলোর নেতারা মনে করেন, নির্বাচন সামনে রেখে মতপার্থক্য থাকা সত্ত্বেও সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির
একটি সম্মিলিত অবস্থান তৈরি জরুরি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh