নতুন
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ
করেছে ‘বাংলাদেশ আ-আম জনতা
পার্টি’। দলটি বলছে,
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত
করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
বৃহস্পতিবার
(১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক ও ডেসটিনি গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।
ঘোষণাপত্রে
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পার
হলেও দেশের মানুষ এখনো বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে
লড়াই করছে। রাজনৈতিক ও মৌলিক অধিকার
আদায়ে জনগণের স্বার্থে কাজ করতেই আ-আম জনতা
পার্টির আত্মপ্রকাশ।
তিনি
আরও বলেন, আমরা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস-আদালতে ডিজিটালাইজেশন বাস্তবায়নে কাজ করবো। সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোতে
রাজনীতি নিরুৎসাহিত করার পদক্ষেপ নেওয়া হবে।
দলটি
সমকালীন সময় ও প্রেক্ষাপট বিবেচনায়
দেশ পরিচালনায় ‘জনভিত্তিক’ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চায় বলেও জানানো হয়।