× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন রাজনৈতিক দল 'আ-আম জনতা পার্টি'র আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেবাংলাদেশ -আম জনতা পার্টি দলটি বলছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

ঘোষণাপত্রে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পার হলেও দেশের মানুষ এখনো বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছে। রাজনৈতিক মৌলিক অধিকার আদায়ে জনগণের স্বার্থে কাজ করতেই -আম জনতা পার্টির আত্মপ্রকাশ।

তিনি আরও বলেন, আমরা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস-আদালতে ডিজিটালাইজেশন বাস্তবায়নে কাজ করবো। সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তরগুলোতে রাজনীতি নিরুৎসাহিত করার পদক্ষেপ নেওয়া হবে।

দলটি সমকালীন সময় প্রেক্ষাপট বিবেচনায় দেশ পরিচালনায়জনভিত্তিকদৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চায় বলেও জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.