× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্তমান সংবিধানের অধীনের সরকার বৈধ মনে করেন না ফরহাদ মজহার

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানই ফ্যাসিস্টদের জন্ম দিয়েছে, তাই এই সংবিধানের অধীনে গঠিত সরকারকে বৈধ মনে করেন না তিনি। তার ভাষায়, এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র নির্মাণের দিকে নিয়ে যায়নি। বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানই বহাল রাখা হয়েছে, যা কোনোভাবেই সঠিক নয়। আমি জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে থাকার প্রশ্নই আসে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলতেই থাকবে।

আজ (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইমাজিনেক্সট ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি : প্রেক্ষিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির মূল বৈশিষ্ট্যই হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান। আমরা শুধু বাঙালি জাতিবাদের নয়, ধর্মীয় জাতিবাদ— যেটি ইসলামে স্থান পায় না— তারও বিরোধিতা করি।ফরহাদ মজহার আরও যোগ করেন, পয়লা বৈশাখে যে উদযাপন হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বড় ধরনের সাংস্কৃতিক উৎসবের নজির। ধর্মীয়, ধর্মনিরপেক্ষ, ধার্মিক, নাস্তিক— সকলের অংশগ্রহণে যে গোষ্ঠী গড়ে ওঠে তাকেই বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী, এবং সেটিই জাতি।

আলোচনায় অংশ নিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, আমার সংস্কৃতি যতই শক্তিশালী হোক না কেন, তা বাইরের সংস্কৃতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই টিকে থাকতে হবে। আকর্ষণ তৈরি করতে হবে, সেই জায়গাটা নিয়েই আমাদের ভাবতে হবে।

নিজের কূটনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের অনেক বন্ধু রয়েছে। প্রশ্ন হলো, আমরা কীভাবে আমাদের সেই বন্ধুদের কাছে পৌঁছাতে চাই? আমি বিশ্বাস করি, আমাদের সম্ভাবনা অনেক।

এ আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বাংলাদেশে ‘অনির্বাচিত সরকার’ শব্দটির একটি নির্দিষ্ট রাজনৈতিক অর্থ রয়েছে। যেসব সরকার জনসমর্থনহীন, যেমন এক-এগারোর সরকার বা আগের আওয়ামী লীগ সরকার— সেগুলোই অনির্বাচিত। বর্তমান সরকার যদিও ভোটের মাধ্যমে আসেনি, তবে ৭০ শতাংশের বেশি জনগণের সমর্থন রয়েছে বলে আমরা মনে করি। অতএব, একে অনির্বাচিত বলা সঠিক নয়।

তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে হুমকি দেন, যেমন বিএনপি বলছে— ডিসেম্বরের পরে নির্বাচন হলে বিশৃঙ্খলা হবে— তাদেরই সেই বিশৃঙ্খলার দায় নিতে হবে। যদি সরকার নির্বাচন মার্চে নেয়, তবুও কি সেই দায় এড়ানো যাবে?

আলোচনায় সভাপতিত্ব করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ইমাজিনেক্সট ফাউন্ডেশনের মুখপাত্র ও নির্বাহী সদস্য মুহাম্মদ ইমতিয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.