× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায় জামায়াত

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ১৬:১৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে ঘোষিত সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, পলাতক স্বৈরাচারের আমলে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আর শেখ হাসিনা তিনটি নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করেছেন।

আজ (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ হাসিনা নামক এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে ছিল। দীর্ঘ সময় পর লাকসামে উন্মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন করতে পারায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি নতুনভাবে মুক্তি পেয়েছে।

সরকারের দমন-পীড়নের কথা উল্লেখ করে জামায়াত নেতা বলেন, আমাদের কেন্দ্রীয় নেতাসহ বহু নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের দমন-পীড়নে গোটা দেশ এক ধরনের অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ধর্মবিশ্বাসী মানুষদের জেলে পুরে, নির্যাতন চালিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু ইতিহাস আবার প্রমাণ করল—অত্যাচার করে ক্ষমতায় থাকা যায় না।

তিনি আরও বলেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গঠিত আইন ছাড়া মানবসৃষ্ট সংবিধানের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ সাধন সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে কুরআন ও সুন্নাহর আলোকে কাজ করছে, যেন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যায়।

সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নাম ঘোষণা করেন এবং উপস্থিত সবার সামনে তাকে পরিচয় করিয়ে দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম পৌর জামায়াতের আমির মো. জয়নাল আবেদীন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সেক্রেটারি ডা. আবদুল মমিন, মনোনীত প্রার্থী ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, লাকসাম উপজেলার আমির হাফেজ জহিরুল ইসলাম এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.