বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। কারণ, তাদের আর বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ থাকা উচিত নয়। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে। এরা দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করলে জনগণের কপালে দুর্ভোগ আছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। এ্যানি অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় ওত পেতে থাকে জনগণের ক্ষতি করার জন্য। তারা আজও পর্যন্ত তাদের কোনো ভুল স্বীকার করেনি, বরং হুংকার দিয়ে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করছে।
তিনি আরও বলেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ দেশে আবার একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি করতে চায়। তবে দেশের জনগণ আর সেই সুযোগ দেবে না। তিনি দাবি করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আট মাস পেরিয়ে গেলেও এখনো ঢাকায় ফ্যাসিবাদী ঝটিকা মিছিল চলছে। যারা এসব করছে, তারা অপরাধী, ষড়যন্ত্রকারী এবং খুনি। তারা বিগত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, যারা এই দুঃশাসন, দুর্নীতি, অত্যাচার, নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল—বিশেষ করে যেসব নেতা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গডফাদার হিসেবে চিহ্নিত, তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। জনগণ এখন শুধু বিচার চায় না, তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারও চায়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
প্রতিনিধি সভাটি সভাপতিত্ব করেন বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হান। সভার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য সচিব মো. মোখলেছুর রহমান হারুন। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মো. এমরান এবং যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।