× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের রাজনীতিতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে- সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ২১:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচনের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের রাজনীতিতে আবারও বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না।

আজ (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা"-য় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এটি স্পষ্টতই গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাদের লক্ষ্য—গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। এজন্য সব ধরনের গ্রুপিং পরিহার করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তার মতে, নারীদের মধ্য দিয়েই এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

কর্মশালায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনও বক্তব্য রাখেন। বক্তারা ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.