× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ১৬:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৩ এপ্রিল) দুপুর ২টা ২৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং দেশটিতে মুসলমানদের উপর চলমান নিপীড়নের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

গণমিছিলে নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এক লিফলেটের মাধ্যমে খেলাফত মজলিস জানায়, ভারতের প্রায় ২৫ কোটি মুসলমান দীর্ঘদিন ধরে বৈষম্য নির্যাতনের শিকার। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই বৈষম্য শুরু হয়ে এখন তা চরমে পৌঁছেছে। বিশেষ করে বিজেপি সরকারের অধীনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন বহুগুণে বেড়েছে।

সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়াওয়াকফ আইন সংশোধনী বিল ২০২৫’-কে খেলাফত মজলিস একটিনির্মম ষড়যন্ত্রহিসেবে উল্লেখ করে বলে, বিলের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় সম্পত্তিযেমন মসজিদ, মাদরাসা, কবরস্থান, খানকা ইত্যাদিরাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পথ তৈরি করা হয়েছে। বিলটির মাধ্যমে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন, অমুসলিমদের বোর্ডে অন্তর্ভুক্তি এবং ওয়াকফ সম্পত্তির স্বীকৃতি নির্ধারণে সরকারের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের দাবি, বর্তমানে ভারতে প্রায় লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার জমির পরিমাণ ১০ লাখ একরের মতো এবং বাজারমূল্য আনুমানিক দেড় হাজার কোটি মার্কিন ডলার। সম্পদের পরিমাণ অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী রেলওয়ের পর তৃতীয় বৃহত্তম ভূমি-মালিক ওয়াকফ প্রতিষ্ঠান।

লিফলেটে আরও উল্লেখ করা হয়, ভারতে মুসলমানদের উপর হামলা, মসজিদ ধ্বংস, নামাজে বাধা, দাঙ্গা, গণপিটুনি, হিজাব নিষিদ্ধকরণ, মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং মুসলমানদের ব্যবসা-প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অথচ বাংলাদেশ সরকার এসব বিষয়ে কোনো দৃশ্যমান অবস্থান নিচ্ছে না।

তারা অভিযোগ করে, একদিকে ভারত সরকার তাদের প্রভাবাধীন কিছু গণমাধ্যম বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করছে, অন্যদিকে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর চলমান নিপীড়নের বিষয়ে নীরব রয়েছে।

গণমিছিলে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমির, মহাসচিবসহ অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.