× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী নেতারা জড়িত- ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জড়িত থাকার অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

আজ (২৪ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

রাকিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতাদের মধ্যে দুইজন সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত এবং আরও কয়েকজন ঘটনাস্থলের আশপাশে ছিলসিসি ক্যামেরার ফুটেজে তা প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে তাদের কয়েকজন গ্রেপ্তারও হয়েছে।

তিনি অভিযোগ করেন, ঘটনার পরপরই বৈষম্যবিরোধী নেতৃত্ব বনানী থানায় গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে, যাতে তাদের কর্মীদের মামলায় না জড়ানো হয়। পরে তারা এক প্রহসনমূলক প্রেস কনফারেন্স করে পুরো বিষয় অস্বীকার করে। অথচ ফুটেজ বের হলে তাদের ভূমিকা স্পষ্ট হয়ে যায়। এরপর তারা আর কোনো বক্তব্য দেয়নি।

রাকিব বলেন, তাদের আন্দোলন নতুন, নেতৃত্বের অভাব আছেতাই হয়তো ভুল করেছে। তবে আমি আশা করি, তারা সঠিক তদন্তের স্বার্থে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার ধারাবাহিকতায় আজও কিছু অনুসারী ক্যাম্পাসে মব কালচারের স্বপ্ন দেখে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের কিছুটা দায় রয়েছে। তারা যেন ভবিষ্যতে ছোটখাটো ঘটনায় উত্তেজনা ছড়িয়ে মব কালচারের জন্ম না দেয়।

ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, আজ যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটে এবং তাতে ছাত্রদলের একজন কর্মীও জড়িত থাকে, তাহলে পুরো সংগঠনের বিরুদ্ধে কথা বলা হয়। কিন্তু গত মাসে আমাদের লাখো কর্মীর মাঝে আমরা ধৈর্য্য ধরে তাদের রাষ্ট্র মেরামতে প্রস্তুত করেছি।

তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ যারা নিজেদের আন্দোলনের স্টেকহোল্ডার বলে দাবি করে, তাদের উদাসীনতা এবং ব্যক্তিস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের ফলে আজ ছাত্রলীগ রাজপথে ফিরছে। তারা ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ থানায় একটি মাত্র মামলা করেই নিশ্চুপ হয়ে গেছে।

কবর জিয়ারতের আগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ-সভাপতি ইজাজুল কবীর রুয়েল কাইচান গ্রামে নিহত পারভেজের বাড়িতে যান এবং তার পরিবারপিতা জসীম উদ্দিন মাতা পারভীন ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

সময় তারা পারভেজের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। সফরে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর, মহানগর ভালুকা উপজেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাবাবুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক দাউদ রায়হান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.