× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসিকে ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে- ইশরাক

ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৫, ২০:১৪ পিএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৫, ২১:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে আদালতের রায়ে বিজয়ী ঘোষিত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। তার দাবি অনুযায়ী, গত ১৫ এপ্রিল নির্বাচন কমিশন রায়ের অনুলিপি গ্রহণ করেছে, ফলে ইতোমধ্যেই সময়সীমার মধ্যে পড়ে গেছেন তারা।

আজ (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) . এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক।

তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী, রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। নিয়ে আমি সিইসির সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিচ্ছে।

দায়িত্ব পেলে মেয়র পদে কতদিন মেয়াদ থাকবেএই প্রশ্নের জবাবে তিনি জানান, গেজেট প্রকাশ হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসে বিস্তারিত নির্ধারণ করা যাবে।

তিনি আরও বলেন, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার বিধান রয়েছে। আমি সেই নিয়ম মেনেই আদালতে মামলা করেছি। এটা এমন নয় যে হঠাৎ করে কোনো এক সকালে আদালত রায় দিয়ে দিয়েছে। আমি আগেই মামলা করেছি। কিন্তু শেখ ফজলে নূর তাপস আদালতের প্রক্রিয়ায় বারবার প্রভাব খাটিয়ে রায় বিলম্বিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালত। একইসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেটও বাতিল ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.