বাংলাদেশ
জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয়
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর
যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও, আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা গত ১৬ বছর
ধরে আমাদের জ্বালিয়ে-পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, তার বিচার আল্লাহ করে দিয়েছেন।
আজ
(২৪ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবাল
মাহমুদ টুকু বলেন, দেশটাকে যারা লুটেপুটে খেয়েছে, সেই আওয়ামী লীগের দোসরদের চাকরির সুযোগ দেওয়া যাবে না। তারা অফিস-আদালতে ঢুকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি
হুঁশিয়ার করে বলেন, জনগণের সঙ্গে, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা ক্ষমতাসীনদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিএনপির রাজনীতি বিশ্বাসের রাজনীতি, এখানে আপসের কোনো জায়গা নেই।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
বিশেষ
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি
রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ও
সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের
সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক
সেরাজুল ইসলাম সেরাজ, যুবদলের আহ্বায়ক এম এ আলীম
মন্ডল ও সদস্য সচিব
হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শম্ভু নাথ দাস ও সদস্য সচিব
শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক
তানভীর হোসেন প্রমুখ।