× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'এই সরকার সফল হতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে'

ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৫, ১৫:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ফ্যাসিবাদীরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়। তিনি মনে করেন, সরকারকে সফল করতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

আজ (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আজাদ বলেন, . মুহাম্মদ ইউনূস একজন ভালো যোগ্য মানুষ। তিনি দেশের এবং জনগণের জন্য কাজ করছেনএটা আমরা বিশ্বাস করি। কিন্তু শেখ হাসিনা সরকার তাকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। সরকারকেও ব্যর্থ করার চেষ্টা চলছে। যারা এসব করছে, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়।

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, আপনার সরকার ব্যর্থ হলে শুধু একটি সরকার নয়, দেশ, গণতন্ত্র শহীদদের আত্মত্যাগও ব্যর্থ হয়ে যাবে। গত ১৭ বছর বিএনপি যে আন্দোলন করেছে, সেখানে অনেক স্বাধীনতাকামী শহীদ হয়েছেন, সেই রক্তের মর্যাদা রক্ষা করতেই এখন দ্রুত জাতীয় নির্বাচন দরকার।

তিনি আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তবেই গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদের বিচার সম্ভব। সেই সরকারই পারবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.