× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত

ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্যইক্যুয়াল ফিল্ডবা সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিষয়ে সহযোগিতা চেয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আহ্বান জানিয়েছে দলটি।

আজ (২৭ এপ্রিল) ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ডা. তাহের বলেন, সম্প্রতি জামায়াতের একটি প্রতিনিধি দল ব্রাসেলস সফর করেছে, যেখানে বেলজিয়াম সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। এসব বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক, গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা গার্মেন্টস খাতের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এবং প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য ইইউ' সহায়তা চাওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং একই ব্যক্তি যেন দু'বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেনএমন সাংবিধানিক সংস্কারের বিষয়েও অবহিত করা হয়েছে।

নারী অধিকার প্রসঙ্গে ডা. তাহের বলেন, নারীদের মর্যাদার প্রশ্নে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতা করা হয়েছে। তিনি জানান, ইইউ প্রতিনিধি জামায়াতে ইসলামীতে ৪৩ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর . মাহমুদুল হাসান।

ইইউ বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.