মাওলানা
আব্দুস সুবহান (রহ.)-এর মতো উদারতা
ও সাহসিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।
তিনি বলেন, ব্যক্তি হিসেবে কেউ পরাজিত হতে পারেন, কিন্তু জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে
সবাই ঐক্যবদ্ধ হলে জাতি বিজয়ী হবে।
আজ
(২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত এক বইয়ের মোড়ক
উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না। আমার যারা সহকর্মী, তারা রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন— তাদের বলব, সোবহানদের কাছ থেকে শিক্ষা নিন। তারা ছিলেন সাহস, নিষ্ঠা ও আদর্শের প্রতীক।
ড.
শফিকুর রহমান বলেন, যে সত্যিকার অর্থে
দেশকে ভালোবাসে, সে কখনো দেশ
ছেড়ে পালিয়ে যায় না। মীর কাসেম আলী আমেরিকায় অবস্থান করছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে না আসার পরামর্শ
দিয়েছিলেন। তারা বলেছিলেন, দেশে গেলে আপনারও হয়তো একই পরিণতি হবে। কিন্তু মীর কাসেম বলেছিলেন— আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলব, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
তিনি
আরও বলেন, মীর কাসেম আলী দেশ ও জনগণকে ভালোবাসতেন।
আর সেই ভালোবাসা থেকেই তিনি দেশের মাটিতে ফিরে এসেছিলেন।