× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে- জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাওলানা আব্দুস সুবহান (রহ.)-এর মতো উদারতা সাহসিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির . শফিকুর রহমান। তিনি বলেন, ব্যক্তি হিসেবে কেউ পরাজিত হতে পারেন, কিন্তু জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হলে জাতি বিজয়ী হবে।

আজ (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না। আমার যারা সহকর্মী, তারা রাজনৈতিক অঙ্গনে কাজ করছেনতাদের বলব, সোবহানদের কাছ থেকে শিক্ষা নিন। তারা ছিলেন সাহস, নিষ্ঠা আদর্শের প্রতীক।

. শফিকুর রহমান বলেন, যে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, সে কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। মীর কাসেম আলী আমেরিকায় অবস্থান করছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন, দেশে গেলে আপনারও হয়তো একই পরিণতি হবে। কিন্তু মীর কাসেম বলেছিলেনআমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলব, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, মীর কাসেম আলী দেশ জনগণকে ভালোবাসতেন। আর সেই ভালোবাসা থেকেই তিনি দেশের মাটিতে ফিরে এসেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.