× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী' বললেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২৫, ২০:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লিখেছেন, শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।

এর আগেও নাহিদ ইসলামকে নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুকে লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। বয়স মাত্র ২৬—তবু তিনি ইতোমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে থাকবেন। আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তার নেতৃত্বেই জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন।

পরবর্তীতে, তিনি আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেই পদ থেকে পদত্যাগ করে গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.