× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানো হল তারেক রহমানের খালাতো ভাইকে

ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৫, ১৩:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা কর ফাঁকি অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ (২৯ এপ্রিল) সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সময় তার সঙ্গে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীকেও উপস্থিত থাকতে দেখা যায়।

প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- এর বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে জামিন আবেদন করেন তুহিন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

পরে অবৈধ সম্পদ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ওই মামলাতেও জামিন নামঞ্জুর করা হয়।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা জানান, তুহিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাই তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানো কারাবিধি অনুযায়ী ডিভিশন এবং প্রয়োজনীয় চিকিৎসার আবেদন করা হয়। আদালত তার চিকিৎসা ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ সাকিল আহমেদ রিপন।

জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে গুলশান থানায় দুদক তার বিরুদ্ধে কর ফাঁকি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে দুটি ধারায় দুই বছর, তিন বছর পাঁচ বছরমোট আট বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে বিধায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

অপরদিকে, অবৈধ সম্পদ মামলায় ২০০৮ সালেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

রায় ঘোষণার প্রায় ১৭ বছর পর শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.