× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপকর্ম বন্ধ না করলে জনগণ বিএনপিকেও ছুড়ে মারবে- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যেন কখনও আওয়ামী লীগের মতো অন্যায় কাজ না করে। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি কেউ অপকর্মে জড়ায়, তাহলে জেলা পর্যায়ের নেতারা যেন তাদের কঠোরভাবে দমন করে বা পুলিশের হাতে তুলে দেয়। নইলে জনগণ বিএনপিকেও আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলবে।

আজ (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা, লুটপাট, টাকা পাচার, বাকস্বাধীনতা হরণ এবং ভোট ডাকাতির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারপরও আমরা পালিয়ে যাইনি, আইনের মাধ্যমে লড়েছি, জামিন নিয়েছি।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কেন পালিয়ে আছেন? দেশে ফিরে মামলা লড়ুন, আদালতে দাঁড়ান। আমরা তো পালাইনি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, অনেকে মনে করেন শেখ হাসিনা আবার ফিরে আসবেন। তিনি তো পনেরো বছর প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন জাতির পিতা। তাহলে পালানোর প্রয়োজন কী ছিল? কারণ, তিনি জনগণের ওপর এমন নির্যাতন করেছেন, যে তাকে পালাতেই হয়েছে। যদি জনগণ তাকে পেত, তাহলে ছিঁড়ে খেতো। আজ তিনি দেশে ফিরে এলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তার বিচার করবে।

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের প্রসঙ্গে তিনি বলেন, এখানে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি শুধু এজন্য যে, আপনারা বিএনপি সমর্থন করেন। শুধু এই এলাকাই নয়, সারা দেশে অনেক জায়গায় বিএনপি সমর্থনের কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। যারা এমন আচরণ করে, তারা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য?

সবশেষে তিনি সবাইকে একসঙ্গে একটি 'ভালোবাসার বাংলাদেশ' গড়ে তোলার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

গণসংযোগ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.