× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল্লাহর ওয়াস্তে কারও ওপর কোনো প্রতিশোধ নেবেন না- জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৫, ২০:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ সবার, তাই এখানে শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহাবস্থান আমাদের সবার অধিকার। তিনি বলেন, আমরা মর্যাদা শান্তির সাথে এদেশে নিরাপদে বসবাস করতে চাই। বিগত ১৫ বছর ধরে আমাদের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চলেছে, যার অবসান হয়েছে আগস্ট।

তিনি জানান, সেই রাতেই দলের সব সহকর্মীকে তিনি অনুরোধ জানিয়েছিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যেন কোনো প্রতিশোধ না নেয়। একই আহ্বান তিনি রেখেছেন জাতির প্রতিও।

আজ (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা হলরুমে জামায়াতের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেনতাদের সরকারের পতন হলে লাখ লোক হত্যা করা হবে। তাহলে তো প্রতি গ্রামে অন্তত একজন করে মারা যেত। কিন্তু তা হয়নি। কারণ প্রতিশোধ শান্তি বয়ে আনে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা রাষ্ট্রের দায়িত্বে থাকি আর না থাকি, আপনাদের পাশে আছি, পাশে থাকব। রাষ্ট্রক্ষমতায় কারা থাকবে, সেটা আল্লাহ ঠিক করবেন। মানুষের হৃদয়ে যারা স্থান পাবে, তারাই নেতৃত্বে থাকবে। এটি জোর করে নেওয়ার বিষয় নয়। যারা জোর করে ক্ষমতা দখল করে, তারা অপমানিত অপদস্থ হয়।

তিনি জানান, আগস্টের পর জামায়াত নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে এবং তাদের কেউ কোনো সহিংসতায় জড়িত ছিলেন না।

অমুসলিম সম্প্রদায়ের উদ্দেশে জামায়াত আমির বলেন, ভবিষ্যতে কেউ আপনাদের ওপর জুলুম করলে প্রতিরোধ গড়ুন, প্রতিবাদ করুন, আমাদের পাশে রাখুন। কেউ যেন তার জন্মস্থান ছেড়ে না যেতে হয়, এটা আমরা চাই না। অপরাধীদের চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার হক ফিরিয়ে দেওয়া হোক। যারা অন্যায় করেছে, তাদের বিচার হোক আইন অনুযায়ী।

ডা. শফিকুর রহমান বলেন, যদি কেউ অন্যায় করে, তার বিরুদ্ধে মামলা হবে। তবে অপরাধ প্রমাণের দায়িত্ব বাদীর। প্রমাণ হলে শাস্তি হবে দেশের আইনে। আমি আইন হাতে তুলে নেবএমন অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।

সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী সেক্রেটারি ইয়ামীর আলী।

সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাব দে, সাধারণ সম্পাদক আজয় দাশ, সদস্য অশোক ধর, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য এবং পূজা উদযাপন পরিষদ পৌর শাখার আহ্বায়ক বিচিত্র দে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.