× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা আবার সুযোগ পেয়েছি- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ২০:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বহুদিন ধরে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম।

আজ (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেসা স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা আবার একটি নতুন সুযোগ পেয়েছি। আমাদের তরুণ প্রজন্ম তাদের বুকের তাজা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছেযেখানে আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।

তিনি বলেন, আজকের পৃথিবীটা বিভক্ত হয়ে পড়েছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানিসব জায়গাতেই চলছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো মানুষে-মানুষে ভালোবাসা, প্রেম সহমর্মিতার ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ে তোলা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.