× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ সমর্থকের কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি- রিজভী

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ২১:১৫ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারের ভুল নীতির ফলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করাকে অমানবিক অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার একই স্থানে আয়োজিত শ্রমিক সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানগুলো চালু রাখতে প্রশাসক নিয়োগ করা যেত। কিন্তু দোষীদের শাস্তির নামে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। ছাড়া আন্দোলনের সময় ৩০ জন রিকশাচালকসহ বহু ভাসমান শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “অনেকেই শ্রমিক শ্রেণির এই আত্মত্যাগ স্বীকার করতে চান না।

রিজভী আরও বলেন, আজ শ্রমজীবী মানুষের আয় কমছে, অথচ নিত্যপণ্যের দাম লাগামহীন। সাধারণ মানুষের জীবন আজ ওষ্ঠাগত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.