জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং জাতীয় পার্টি বর্তমান সরকারের করা সংস্কারকে স্বীকৃতি দেয় না। তিনি বলেন, সংস্কারের নামে দেশকে বিভক্ত করার চক্রান্ত চলছে এবং এই প্রক্রিয়ায় মাটি ও মানুষের কোনও সম্পৃক্ততা নেই।
আজ (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ড. ইউনূসের ওপর এদেশের মানুষের কোনো আস্থা নেই। সংস্কার হতে হবে দেশের বাস্তবতা ও জনগণের প্রত্যাশার ভিত্তিতে। বিদেশি প্রভাব বা সুবিধাভোগী গোষ্ঠীর ইচ্ছা অনুযায়ী সংস্কার কখনো টেকসই হতে পারে না।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার শ্রমিক কাজ হারাচ্ছে। কলকারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এ সময় তিনি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান এবং শ্রমিকদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জি এম কাদের আরও বলেন, এই সরকারের পরিচালনায় দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কোনো বিদেশি অনুদান বা বিনিয়োগ আসবে না। সেই সঙ্গে তিনি অনতিবিলম্বে নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে বিদায় নেওয়ার দাবি জানান।
সংবাদপত্র ও গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপেরও প্রতিবাদ জানান জি এম কাদের। সাংবাদিকদের চাকরিচ্যুত করার ঘটনাগুলোর বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।