× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিন- রিজভী

ডেস্ক রিপোর্ট

০১ মে ২০২৫, ২০:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, কোনোভাবে যদি ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে কেউ রক্ষা পাবে না। তাই তিনি গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজ (১ মে) বরিশাল নগরের সদর রোডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে ১২ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৩৫ লাখই শ্রমজীবী মানুষ। অথচ এরা প্রতিনিয়ত বঞ্চিত, নির্যাতিত ও ছাঁটাইয়ের শিকার। শ্রমিকদের আয় বাড়ছে না, বরং কমছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক ছাঁটাই হচ্ছে, পরিবারগুলো পড়ছে চরম অনিশ্চয়তায়।

তিনি আরও বলেন, বিগত ১৫-১৬ বছরে শ্রমিকদের সমাবেশ, ট্রেড ইউনিয়ন ও সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিসেবা আইন ২০২৩ করে শ্রমিকদের দাবি আদায়ের পথ বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা।

পোশাক শিল্পে ন্যূনতম মজুরি দাবিতে আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নারী শ্রমিক আঞ্জুমান আরা খাতুন, শ্রমিক জালাল উদ্দিন এবং রাসেল নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, এই হত্যার দায় শেখ হাসিনার। এসব ঘটনার ফলেই গড়ে উঠেছিল ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন, যেখানে শতাধিক শ্রমিক শহীদ হন বলে তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, ৫ আগস্টের আন্দোলনের ফসল যদি হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তাহলে সেই সরকারকে জনগণের পাশে দাঁড়াতে হবে। ছাঁটাই, বেকারত্ব ও কর্মসংস্থানহীনতা যদি বৃদ্ধি পায়, তাহলে জনগণের কোনো আস্থা থাকবে না এই সরকারের প্রতি।

তিনি সরকারপ্রধানের উদ্দেশে বলেন, আপনি রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে চান, অথচ দেশের জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর বক্তব্য—সব উপেক্ষা করছেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি নির্বাচিত নন, তবে রাজনৈতিক দলের সমর্থিত। তাই জনগণের চাওয়া-মতো পদক্ষেপ নিতে হবে।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশে লুকিয়ে আছেন, যেন ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দেন। তিনি আরও দাবি করেন, ২২৭টি মামলার প্রতিশোধ নেওয়ার কথা শেখ হাসিনা নিজেই ভিডিওবার্তায় বলেছেন, যা ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত।

এই বক্তব্যে তিনি বলেন, এত গুম, খুন, রক্তপাতের পরও আপনার (শেখ হাসিনা) তৃষ্ণা মেটে না? মামলা হলে আপনি কি মানুষ হত্যার হুমকি দেবেন?

রিজভী অভিযোগ করেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে আওয়ামী লীগ আমলে সিন্ডিকেট ছিল। এতে সাধারণ শ্রমিকরা জমি বিক্রি করে বিদেশে গেলেও চাকরি পায়নি। অথচ এখন সেই সিন্ডিকেট নেই, তবুও শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।

সমাবেশে তিনি দাবি জানান, জুটমিল, চিনিকলসহ বন্ধ কারখানাগুলো প্রশাসকের মাধ্যমে সচল রাখতে হবে। কোনো শ্রমিক যেন ছাঁটাই না হয়, কর্মসংস্থান যেন নষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন কুদ্দুসুর রহমান, হাসান মামুন, ওবায়দুল হক চান, আবু নাসের রহমাতুল্লাহ, মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, মনিরুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সিকদার ও আবুল কালাম শাহিন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.