× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

০২ মে ২০২৫, ১৩:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আগামী ৫ মে (সোমবার) লন্ডন থেকে দেশে ফিরছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি সোমবার (৫ মে) দেশে ফিরবেন।

লন্ডন থেকে ফেরার সময় বেগম জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন আটজন। তাদের মধ্যে রয়েছেন—তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

বিশেষ ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরানো হবে খালেদা জিয়াকে। পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলেও লন্ডনে তার চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছেন। পুরো বিষয়টি তদারকি করছেন তারেক রহমান।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ছয় বছর পর এবারের ঈদ পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেছেন তিনি।

বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন এবং পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.