× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার- আমীর খসরু

ডেস্ক রিপোর্ট

০২ মে ২০২৫, ২১:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম প্রধান পিলার (ভিত্তি)। তিনি বলেন, খাল খনন মানে শুধু পানি নিষ্কাশন নয়, এর মাধ্যমে শহরের স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা যায়। খালের আশপাশে গড়ে তোলা যেতে পারে নতুন অর্থনীতি, বিনোদন কেন্দ্র, হাঁটার ওয়াকওয়ে— যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

আজ (২ মে) চট্টগ্রাম নগরের কাট্টলী কর্নেলহাট বাজারের পাশে ওয়ার্ড অফিস সংলগ্ন রেললাইনের পাশে নাজির খাল ও কালির ছড়া খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাল দুটির খনন ও পরিষ্কার কার্যক্রম ওয়ার্ড বিএনপির অর্থায়নে পরিচালিত হচ্ছে।

আমীর খসরু বলেন, প্রতিটি খাল পুনরুদ্ধার ও সচল করে শহরের মধ্যে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এতে কৃষিকাজও অনেক সহজ হবে। তবে খেয়াল রাখতে হবে, পানি যেন দূষিত না হয়।

তিনি বলেন, এটি কেবল আন্দোলন-সংগ্রামের রাজনীতি নয়, এটি শহীদ জিয়াউর রহমানের রাজনীতি— উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। এখন আন্দোলনের সময় শেষ, এখন সময় দেশ গড়ার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে বলেন, চট্টগ্রামে একসময় ৭১টি গুরুত্বপূর্ণ খাল ছিল। এগুলোর অধিকাংশই এখন ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতার প্রধান কারণ হলো এসব খাল পুনর্খনন না হওয়া।

তিনি অভিযোগ করেন, খাল খননের দায়িত্ব সিটি করপোরেশনের হলেও চক্রান্ত করে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। সিডিএ ৫৭টি খাল চিহ্নিত করলেও কাজ করছে মাত্র ৩৬টিতে, অন্যদিকে সিটি করপোরেশন কাজ করছে কেবল একটি খালে। এতে অন্তত ২০টি গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারের বাইরে রয়ে যাচ্ছে।

মেয়র আরও বলেন, সিডিএর কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেয়। বহুবার মেয়াদ ও ব্যয় বাড়িয়েও প্রকল্প শেষ করতে পারেনি। বরং এ প্রকল্প ঘিরে মেগা দুর্নীতির অভিযোগ উঠেছে।

তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে সিডিএ ও চসিকের প্রধানরা খাল ও নালার ওপর ভবন, মার্কেট ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছে। আমি দায়িত্ব নেওয়ার পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

এর আগে, গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মহানগর জামায়াত দলীয় অর্থায়নে বির্জাখাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করে। বর্তমানে দলটির নেতাকর্মীদের তত্ত্বাবধানে ওই কার্যক্রম চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.