× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিগত সরকার এবি পার্টিকে কোনো কাজ করতে দেয়নি- ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট

০২ মে ২০২৫, ২১:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিগত সরকারের ফ্যাসিবাদী শাসন এতটাই কঠিন ছিল যে, এবি পার্টি কার্যত কোনো কাজ করার সুযোগ পায়নি। তিনি বলেন, কাগজে-কলমে আমাদের বয়স পাঁচ বছর হলেও বাস্তব অভিজ্ঞতায় সেটা মাত্র দশ মাস। আজ (২ মে) এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ জানান, এবি পার্টি শুরু থেকেই আগামীর বাংলাদেশ গঠনের লক্ষ্যে দায় ও দরদের রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, আমরাই প্রথম ২য় রিপাবলিকের ধারণাটি রাজপথে এনেছি। পরিবারতন্ত্রের বাইরে রাজনীতির একটি নতুন ভাষ্য আমরা তৈরি করেছি। ফুয়াদ মনে করেন, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সমস্যা সমাধানে মনোযোগী হতে হবে। তার ভাষায়, ২৫ সালের সমস্যার সমাধান ২৫ সালেই করতে হবে, অতীত টেনে এনে চলবে না।

তিনি আরও বলেন, এবি পার্টি সমস্যাভিত্তিক ইস্যু নির্ভর রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছে এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিও প্রথম তুলেছে তারাই। আমরা ইতোমধ্যে বিকল্প রাজনীতির রূপরেখা জনগণের কাছে তুলে ধরেছি। এখন সময় এসেছে সেই নতুন রাজনীতি বাস্তবায়নের, বলেন তিনি।

দিনটির শুরুতে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি কাকরাইল, নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.