গাজীপুরে
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক
করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত
রাত থেকে শুরু করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হামলার পর এখনও অভিযান
অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি)
রবিউল হাসান এই তথ্য নিশ্চিত
করেছেন।
জানা
গেছে, রোববার (৪ মে) গাজীপুরের
সালনা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হলে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে পড়েন। ঠিক সেই সময় ৪ থেকে ৫টি
মোটরসাইকেলযোগে একদল হামলাকারী তার গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং আহত হন হাসনাত। পরে
পুলিশি প্রহরায় তাকে ঢাকায় নেওয়া হয়।
এ
ঘটনার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
এছাড়া,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী এক বিবৃতিতে হামলার
তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে
দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।