× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমানবন্দর থেকে গুলশান; বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজপথ

ডেস্ক রিপোর্ট

০৬ মে ২০২৫, ১০:১৭ এএম

ছবিঃ সংগৃহীত।

চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ( মে) সকাল ১০টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথজুড়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা দেশের জাতীয় পতাকা, বিএনপির পতাকা, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা। ছাড়া রয়েছে মোটরসাইকেল শোডাউনও।

তবে এই জমায়েতের মাঝে যাতে জনদুর্ভোগ না ঘটে, সে বিষয়ে সচেতন রয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব। চলমান এসএসসি ইংলিশ মিডিয়ামের -লেভেল পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ করেছেন, নেতাকর্মীরা যেন সড়কের বদলে ফুটপাতে অবস্থান নেন। একইসঙ্গে, সড়কে জনসমাগম এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কের দুই পাশে মোতায়েন রয়েছে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.