× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার প্রত্যাবর্তন গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

০৬ মে ২০২৫, ১০:৫০ এএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ( মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর তিনি কারাবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর আজ তিনি দেশে ফিরছেনএটা শুধু আমাদের জন্য নয়, গোটা জাতির জন্য একটি আনন্দের দিন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে যখন গণতন্ত্র উত্তরণের লড়াই চলছে, তখন খালেদা জিয়ার দেশে ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সক্রিয় উপস্থিতি গণতন্ত্রের পথচলাকে আরও সুসংহত করবে এবং দেশকে সঠিক বৈষম্যহীন পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

উল্লেখ্য, গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.