চার
মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (৬ মে) সকাল
১০টা ৪৩ মিনিটে তাকে
বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা
রহমান।
বিমানবন্দর
থেকে সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা
হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার
আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরসহ পুরো পথে বিপুলসংখ্যক নেতাকর্মী ভিড় করেছেন তাকে শুভেচ্ছা জানাতে।
পূর্ব
ঘোষণা অনুযায়ী, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে অবস্থান
নেন। বিশেষ করে খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী ও গুলশানের বিভিন্ন
অংশে রাস্তার দুই পাশের ফুটপাতে দাঁড়িয়ে তারা জাতীয় পতাকা ও দলীয় পতাকা
হাতে নানা স্লোগান দিচ্ছেন।
অপরদিকে,
অতিরিক্ত জনসমাগম ও যানজটের আশঙ্কায়
বিমানবন্দরসহ আশপাশের এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সক্রিয় ভূমিকা পালন করছে।