× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে ‘জুলাই ঐক্য’

ডেস্ক রিপোর্ট

০৬ মে ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এবং শহীদ ও আহতদের তালিকা প্রকাশসহ একাধিক দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শিক ও সামাজিক-রাজনৈতিক সংগঠন নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোট গঠিত হচ্ছে। জোটটির নাম দেওয়া হয়েছে ‘জুলাই ঐক্য

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘জুলাই ঐক্যর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে ‘ইনকিলাব মঞ্চ, ‘জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, ‘জুলাই রেভ্যুলাইশনারি অ্যালায়েন্স, ‘রক্তিম জুলাই ও ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ-এর মতো বেশ কয়েকটি সংগঠন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

জানা গেছে, ‘জুলাই ঐক্যর মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক মানদণ্ডে ‘জুলাই গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা। একইসঙ্গে আওয়ামী লীগকে গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের প্রতীক হিসেবে আখ্যায়িত করে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হবে। এছাড়া শহীদ, আহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও এই প্ল্যাটফর্মের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এই জাতীয় জোটের মাধ্যমে সব মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে একত্রিত করে ‘জুলাই অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.