বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আবারও একটি ওয়ান-ইলেভেন পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের বিতর্কিত সংস্কারে না যেতে আহ্বান
জানিয়েছেন তিনি।
আজ
(৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে যোগ
দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি
বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে গণঅভ্যর্থনা পেয়েছেন,
তা নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ ফিরিয়ে এনেছে। এখন একটি নিরপেক্ষ ও সময়োপযোগী নির্বাচন
অত্যন্ত জরুরি।
নির্বাচন
নিয়ে সরকার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন ফারুক। একইসঙ্গে এ বিষয়ে নোবেলজয়ী
ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা
ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ফারুক বলেন, করিডর না দিয়েও রাখাইনদের
সহায়তা করার সক্ষমতা বাংলাদেশের মানুষের রয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত
গ্রহণের ভার নতুন নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।