× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ান-ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত দেবেন না- ফারুক

ডেস্ক রিপোর্ট

০৭ মে ২০২৫, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আবারও একটি ওয়ান-ইলেভেন পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের বিতর্কিত সংস্কারে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ( মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে গণঅভ্যর্থনা পেয়েছেন, তা নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ ফিরিয়ে এনেছে। এখন একটি নিরপেক্ষ সময়োপযোগী নির্বাচন অত্যন্ত জরুরি।

নির্বাচন নিয়ে সরকার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন ফারুক। একইসঙ্গে বিষয়ে নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ফারুক বলেন, করিডর না দিয়েও রাখাইনদের সহায়তা করার সক্ষমতা বাংলাদেশের মানুষের রয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার নতুন নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.