× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এখনই নির্বাচনের প্রয়োজন- ফারুক

ডেস্ক রিপোর্ট

০৭ মে ২০২৫, ২০:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের ৭৫ শতাংশ মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচন আর বিলম্বিত করা যাবে না। তাঁর ভাষায়, নির্বাচন এখনই প্রয়োজন, এবং নির্বাচনসংক্রান্ত সংস্কারও শেষ পর্যায়ে রয়েছে।

বুধবার ( মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে ছিল জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি এবং নির্বাচনের আগেআওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার বিচারের দাবি

এই অবস্থান থেকে নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে জয়নুল ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করতে পারেন, তবে দেশের মানুষ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। সেই সংসদই ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা করবে।

রাখাইন প্রসঙ্গে ফারুক বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর না দিয়েও বাংলাদেশ মানবিক সহায়তা দিতে সক্ষম। তিনি বলেন, আমরা অতীতেও লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করেছি। গত ১৬ বছরে আওয়ামী লীগ নেতারা দেশের বিপুল সম্পদ লুট করেছে। যদি চাওয়া হয়, সেই সম্পদ উদ্ধারের মাধ্যমে রাখাইনের জন্য একটি দ্বীপ রাষ্ট্র কেনা সম্ভব। তবে বাংলাদেশে এমন কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে নতুন করে ষড়যন্ত্রের মধ্যে পড়তে হয়।

এই করিডোর ইস্যুতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে দল নির্বাচনে অংশগ্রহণ করে আপনার অধীনে সরকার গঠন করবে, তাদেরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পরিষদের সভাপতি ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুন অর রশিদ, দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এবং নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হকসহ অন্যান্য নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.