× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানালেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

০৭ মে ২০২৫, ২১:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ( মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে তারেক রহমান লেখেন, পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। পারস্পরিক স্বার্থ আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে রাতের আঁধারে পাল্টা সামরিক হামলা চালায়। ভারতের ওই হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.