× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত- তাসনুভা জাবীন

ডেস্ক রিপোর্ট

০৮ মে ২০২৫, ১৫:৪১ পিএম । আপডেটঃ ০৮ মে ২০২৫, ১৫:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ ( মে) দুপুর ১টা মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাসনুভা হয়ে বলছিমাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।

তিনি আরও লেখেন, আমি নিজেই এত মর্মাহত—শহীদ আর আহতদের কেমন লাগছে? তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আমাদের আবার রাজপথে এক হতে হবে—আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয়ে যায়নি—আসলে জুলাই এখনো চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.