× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারি বাংলা কলেজ ছাত্রদল নেতার পদত্যাগ

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি

১৪ মে ২০২৫, ১৮:১১ পিএম

ছবি : সংগৃহিত

“যে রাজনীতি আমার মা-নানির চোখের পানি মুছাতে পারে না, সে রাজনীতি করে কী হবে?”— এমন আবেগঘন কথার মাধ্যমে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে শাহাদাৎ জানান, ছোটবেলা থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং অনার্স প্রথম বর্ষ থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি।  তবে পারিবারিক ট্রাজেডি ও ব্যক্তিগত বাস্তবতা তাকে রাজনীতি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

তিনি লেখেন, ২০১৬ সালের জানুয়ারিতে তার একমাত্র মামা গ্রেপ্তার হন এবং এরপর ৪৫ দিন নিখোঁজ থাকার পর তিনটি ‘গায়েবি মামলা’ দিয়ে আদালতে হাজির করা হয়। এ ঘটনার মানসিক চাপ এখনো পরিবারের ওপর বিদ্যমান।  “৫ আগস্টের পর অনেকেই খুশি হলেও আমাদের পরিবারের খুশি যেন এখনো কারাগারে বন্দি,”— উল্লেখ করে তিনি বলেন, “আমি, শাহাদাৎ হোসেন, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে ছাত্রদলের সব পদ থেকে পদত্যাগ করছি।” 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.