× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনাদের প্রতি ধিক্কার- সারজিস আলম

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ১৩:২৯ পিএম । আপডেটঃ ১৫ মে ২০২৫, ১৩:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে একটি নতুন বিতর্কের জন্ম হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে শিক্ষার্থীদের এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবির পক্ষেলং মার্চ টু যমুনাকর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের রাস্তায় অবস্থান নেন। পরিস্থিতি শান্ত করতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, কিন্তু সেখানে তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (১৪ মে) রাতে এক পোস্টে একটি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত কোনো দপ্তরেরও কর্মকর্তা নন। তবুও তিনি রাজপথে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন, প্রশাসনিক কার্যালয়ে ডেকে পাঠাননিবরং নিজেই সরাসরি তাদের মুখোমুখি হয়েছেন। সারজিস আলমের ভাষ্য মতে, মাহফুজ আলম সেদিন গিয়েছিলেন ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেই। তাই শিক্ষার্থীদের তার প্রতি যে আচরণ করা হয়েছে, সেটিকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং এর জন্য শিক্ষার্থীদের প্রতি প্রকাশ করেন ধিক্কার।

সারজিস আরও বলেন, পূর্বে শিক্ষার্থীদের প্রতি কিছু অঙ্গীকার করা সত্ত্বেও কেন কাজগুলো বাস্তবায়ন হয়নি, সেই প্রশ্নের উত্তর চাওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা সচিবের কাছে। সেই ব্যর্থতার দায় যিনি নেননি, তাকে না জবাবদিহি করিয়ে, যারা পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন, তাদের অপমান করা উচিত হয়নি। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার সঙ্গে যোগাযোগ করার পরপরই তিনি মাহফুজ আলমকে বিষয়টি জানান। এরপর মাহফুজ আলম নিজেই শিক্ষার্থীদের সঙ্গে রাত ৯টায় বৈঠকের সময় দেন এবং প্রতিশ্রুতি দেন পরদিনই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার। এমনকি তিনি আশ্বস্ত করেন যে, প্রয়োজনে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

তার ভাষায়, সরকারের অনেক উপদেষ্টা সরাসরি জনতার মুখোমুখি হতে ভয় পান, তখনই ছাত্র সংশ্লিষ্ট উপদেষ্টাদের সামনে ঠেলে দেওয়া হয়। মাহফুজ আলম সেই ছকে পড়েননিতিনি সরাসরি ছাত্রদের মুখোমুখি হয়েছেন। অথচ তাকে অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

এই প্রসঙ্গে সারজিস আলম শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালেও, আন্দোলনের পদ্ধতিগত কিছু অংশে হতাশা প্রকাশ করেন। তিনি মনে করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগের আন্দোলনগুলোও যৌক্তিক ছিল। তবু কেন আজ আবার আন্দোলনে নামতে হলো, সেই দায় সরকারের এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষেরতাদেরই জবাবদিহি করতে হবে।

শেষে তিনি বলেন, একটি অভ্যুত্থান-পরবর্তী সরকারের উপদেষ্টার সবচেয়ে বড় দুর্বলতা যদি হয় চাপে পড়লে কাজ করা, না হলে কেবল অফিসে বসে থাকাতবে তা এই সময়ের জন্য উপযুক্ত নয়। এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যারা জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.