× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামীকাল মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ

ডেস্ক রিপোর্ট

২০ মে ২০২৫, ১৭:৫৪ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৫, ২১:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য আগামীকাল বুধবার (২১ মে) দুপুর ১২টায় সময় নির্ধারণ করেছেন।

আজ মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহায়তা করেন ব্যারিস্টার কে এম এহসানুর রহমান অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত সপ্তাহে, ঢাকার এক বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনার পাশাপাশি, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিও করা হয়। রিটের আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।

২০২০ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে, ওই নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানিয়ে ইশরাক হোসেন ট্রাইব্যুনালে মামলা করেন।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম আলোচিত সেই রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। পরে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পাঠায় নির্বাচন কমিশন। এর ভিত্তিতে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে ইসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.