× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক

ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৫, ১১:৫০ এএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে ইশরাক বলেন, "গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ প্রতীয়মান হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্তএবং ভবিষ্যতে হয়তো সরাসরি নির্বাচনে অংশ নেবেনও। সেক্ষেত্রে পদত্যাগ কি অযৌক্তিক দাবি? বরং এটাই হবে সঠিক পদক্ষেপ। এতে আপনাদের ঘিরে রাজনৈতিক বিতর্কেরও অবসান ঘটবে।

তিনি আরও বলেন, “আপনাদেরই সহকর্মী নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেটাই অনুসরণ করুন। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্ব করে রাজনৈতিক দলে যোগ দিতে পারতেন। কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিরপেক্ষতা বজায় রেখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

ইশরাক মনে করেন, উপদেষ্টাদের পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও শক্ত হবে। তার ভাষায়, “আপনারা যদি এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে দলীয় সাংগঠনিক কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে ভবিষ্যতে দেশ জনগণের জন্য আরও ভালো কিছু করতে পারবেন।

তিনি বলেন, “আপনারা যদি পদে থাকেন, তবে আপনাদের ঘনিষ্ঠদের বিশেষ সুবিধা দিতে বাধ্য হবেন। শতভাগ নিরপেক্ষ থাকা কারো পক্ষেই সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা।

নিজের প্রতি সম্ভাব্য সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেকে এখন বলবেন, ক্ষমতার লোভে আমি অবৈধ মেয়র হতে চাইছি। দিনের পর দিন আন্দোলনে জনভোগান্তি সৃষ্টি করে আজ আবার নৈতিকতার কথা বলছি। কিন্তু আমি জানি, আমাকে বাধা দেওয়ার সিদ্ধান্ত এসেছে উচ্চপর্যায় থেকেএটা রাজনৈতিকভাবে সচেতন যে কেউ বুঝবে। আমি বলব, এটা ছিল ভুল কৌশল। ব্যবহার করা হয়েছে আপনাদেরবিশেষ করে আসিফ ভূঁইয়াকে।

তিনি বলেন, “আইন আদালতের সিদ্ধান্তকে যদি মেনে না নেওয়া হয়, তবে দেশ সংস্কার কোথা থেকে শুরু হবে? আমাকে পুরো প্রক্রিয়াটা শেষ করতেই হবে।

সবশেষে তিনি বলেন, “আপনাদের পদত্যাগের দাবিতে কোনো ছাড় নেই। প্রশ্ন হলোআপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?”

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। তবে এখনও ইশরাকের শপথ অনুষ্ঠান হয়নি।

এই দাবিকে কেন্দ্র করে গত ছয় দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, শপথ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.