× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন কমিশনের সামনে চলছে এনসিপি'র বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৫, ১২:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশের এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। সকাল থেকেই সেখানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন ভবনের সামনের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়। সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাসদস্যরা।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। সেখানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব গ্রহণ করে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।"

তিনি আরও জানান, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সক্রিয় নির্বাচন কমিশনের বিকল্প নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.