× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৎস্য ভবন মোড়ে হাজারো ইশরাক সমর্থকদের ঢল

ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৫, ১২:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। তবে অন্যান্য দিনের মতো আজ (২১ মে) নগর ভবনের সামনে নয়, তারা অবস্থান নিয়েছেন রাজধানীর মৎস্য ভবন মোড়ে। এর ফলে ওই এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

সকালের দিকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে তারা একত্রে মিছিল করে মৎস্য ভবনের সামনে এসে অবস্থান নেন। সময় চারপাশের সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে, নগর ভবনের সামনের সড়ক আজ অনেকটাই ফাঁকা। সেখানকার পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। তবে সিটি করপোরেশনের ভেতরে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি চলেছে। প্রতিদিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসগুলো তালাবদ্ধ ছিল, ফলে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকেই আন্দোলনে নামেন তার সমর্থকেরা। আজ সকাল ১০টা পর্যন্ত সরকারের প্রতি তারা আল্টিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেনতাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবি আদায়ে অনড় অবস্থানে থাকা সমর্থকরা বলছেন, আইনানুগভাবে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান না হওয়ায় তারা হতাশ ক্ষুব্ধ। তারা দ্রুততম সময়ের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.