জাতীয়
নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) সামনে যে বিক্ষোভ কর্মসূচি
পালন করছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র নেতা ও দলটির সংসদীয়
দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, এনসিপি কোনো ইঙ্গিতে কিংবা 'প্রেত্মাতার হয়ে' আন্দোলনে নেমেছে।
বুধবার
(২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত "সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র" শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল
ফারুক বলেন, “নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করে এনসিপি প্রমাণ করেছে, তারা ড. ইউনূসকে মানে
না। নাটকের পর নাটক মঞ্চস্থ
হচ্ছে। একটি গোষ্ঠী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা শান্তিপূর্ণভাবে ড. ইউনূসকে ক্ষমতা
হস্তান্তরে বাধা দিচ্ছে।”
তিনি
আরও বলেন, “সরকারের উচিত দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা। বিএনপি সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে যেভাবে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তাতে সেই সহযোগিতা কতদিন দেওয়া যাবে তা নিয়েও আমরা
ভাবছি।”