বিএনপি
নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা
চেয়ে দায়ের করা রিট আবেদনের আদেশের জন্য দিন পরিবর্তন করে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য
করেছেন হাইকোর্ট।
বুধবার
(২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ
রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার
কামাল। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম
এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ
উল্লাহ।
এর
আগে মঙ্গলবার (২০ মে) এই
রিটের শুনানি শেষ হয় এবং আদেশের
জন্য বুধবার দিন ধার্য করা হয়। তবে পরে তা পিছিয়ে বৃহস্পতিবার
(২২ মে) করা হয়।
উল্লেখ্য,
গত ১৪ মে ডিএসসিসির
বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে এ রিট আবেদন
করেন। রিটে বলা হয়, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা এবং শপথ গ্রহণের প্রস্তুতি সংবিধান ও আইন পরিপন্থী।
একইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী
ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
২০২০
সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করেন। কিন্তু গত ২৭ মার্চ
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী
ট্রাইব্যুনাল এক রায়ে তাপসকে
বিজয়ী ঘোষণা বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২২ এপ্রিল আইন
মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হয় এবং ২৭
এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এ
পরিস্থিতিতে, ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করানোর দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গুলিস্তানে ‘ঢাকাবাসী’র ব্যানারে আয়োজিত
মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা
আসে।