নির্বাচন
কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১
মে) দুপুর ২টা ১০ মিনিটে নির্বাচন
কমিশনের সামনে আয়োজিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এই ঘোষণা দেন।
এর
আগে, দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলের কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এনসিপির
কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় নেওয়া হয় পাঁচ স্তরের
নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই আগারগাঁওয়ে কড়া অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় নির্বাচন ভবনের
সামনের রাস্তা। পুলিশ ছাড়াও কোস্ট গার্ড, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদেরও
সতর্ক অবস্থানে দেখা যায়।
এই
কর্মসূচির আগের রাতে (২০ মে) এক
জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের ঘোষণা দেয় এনসিপি। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে আমরা
অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”