ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা আসার প্রেক্ষাপটে টানা এক সপ্তাহ ধরে
আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের কর্মী-সমর্থকরা। চলমান এই আন্দোলনের মাঝেই
নতুন বার্তা দিয়েছেন ইশরাক হোসেন।
বুধবার
(২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নির্দেশ একটাই—যতক্ষণ দরকার, রাজপথ ছেড়ে ওঠা যাবে না।” এই বার্তার মাধ্যমে
তিনি স্পষ্ট করেন, আন্দোলন থেকে কোনো অবস্থাতেই পিছু হটবেন না তারা।
-682da4ff249ac.png)
এর
আগে সকালেই এক পৃথক স্ট্যাটাসে
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক। তিনি লেখেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌক্তিক কারণে
আমি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি।”
-682da51aeb5e2.png)
এই
প্রসঙ্গে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদাহরণ তুলে ধরেন এবং বলেন, “আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন
করেছেন, সেটাই অনুসরণ করুন। তিনি চাইলে হয়তো কিছুদিন মন্ত্রীত্ব করে তারপর দল পরিবর্তন করতে
পারতেন।”
এদিকে,
ইশরাক হোসেনের শপথ স্থগিত রাখতে হাইকোর্টে করা রিট আবেদনের আদেশ ঘোষণার দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) নির্ধারণ
করেছেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ
রায়ের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য,
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত
নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে গত ২৭ মার্চ
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী
ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল
করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন
কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়।
তবে
এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এই পরিস্থিতিতে ইশরাক
হোসেনের সমর্থকরা গত ছয় দিন
ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো না হলে আন্দোলন
থামবে না।