× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো'

ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৫, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইন, অর্থ পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগ করাতে তারা বাধ্য হবেন। তিনি বলেন, “জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে, আপনাদেরও ছুড়ে ফেলা হবে।

বুধবার (২১ মে) সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলা হয়। বক্তারা বলেন, তড়িঘড়ি করে গঠিত বর্তমান কমিশন বিতর্কিত। কমিশনের সদস্যদের অবিলম্বে পদত্যাগ করতে হবে; তা না হলে আন্দোলন চলবে।

বক্তব্যে নাসির উদ্দীন পাটোয়ারী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা . ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, “এই উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। দেশের অর্থনীতি ধ্বংসের পেছনে . ওয়াহিদ উদ্দিন সালেহউদ্দিন কাজ করছেন, আর আইন মন্ত্রণালয় ধ্বংস করতে এগিয়ে আছেন আসিফ নজরুল।

পাটোয়ারী আরও বলেন, “এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি দেশে কোনো নির্বাচন হতে দেবে না। নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো আচরণ করছে। এটি গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করে বলেন, “বিভিন্ন স্থানে দালাল চক্র ইসি নির্বাচনী ব্যবস্থাকে দখল করে রেখেছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের অবিলম্বে অপসারণ করুনআমরা তা দেখতে চাই।

এসময় তিনি সরাসরি সালেহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতীয় প্রভাবের অভিযোগ এনে বলেন, “সালেহউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন, দেশের অর্থনীতি ধ্বংস করছেন। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি যদি তা প্রকাশ না করেন, তাহলে দেশে থাকতে পারবেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.