বিএনপি
নেতা ও ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের পর, অপসারিত মেয়র শেখ ফজলে নূর তাপসের পক্ষে রায়ের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা।
বুধবার
(২১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি
এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে তিনি একটি চিঠির ছবিও সংযুক্ত করেন।
ইশরাক
লেখেন, “গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদী
সরকারের অন্যতম শীর্ষ কর্তা স্থানীয় সরকার উপদেষ্টা, অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে চিঠি দেন। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর এই ধরনের চাপ
প্রয়োগ নজিরবিহীন।”
-682dbe53e7133.png)
তিনি
আরও বলেন, “গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠান না করে উল্টো
নির্বাচন কমিশনকে এমন একটি চিঠি দিয়ে কার্যত নির্দেশনা দেওয়া হয়, যা দেখে দেশের
আইনজীবী মহল বিস্মিত হয়েছিলেন। অথচ সংবিধান অনুযায়ী আদালতের রায় কার্যকর করতে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।”
পোস্টে
ইশরাক আরও প্রশ্ন তোলেন, “তাপসের এই কাজটি না
করতে পেরে এখন তাপসের অর্থে অনুপ্রাণিত একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের
সামনে বিক্ষোভ করছে। কেউ যদি এই অভিযোগ তোলে,
তা কি মিথ্যা হবে?”